ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

গুজব ও অস্থিরতার নেতিবাচক প্রভাবে শেয়ারবাজারে

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৫:২২:১০
গুজব ও অস্থিরতার নেতিবাচক প্রভাবে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গত ১৫ বছরে যত অনিয়ম-দুর্নীতি হয়েছে, সেগুলোর বিচার করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রথম পর্যায়ে তদন্ত কমিটিকে ১২টি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠনের ইতিবাচক এমন উদ্যোগকে নস্যাৎ করার জন্য শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতির চিহ্নিত হোতারা বিপরীতমুখী অবস্থানে রয়েছেন। তারা গত কিছুদিন যাবতই শেয়ারবাজার পতনের ধারায় রাখার অপচেষ্টা চালাচ্ছেন। তদন্ত কমিটি গঠনের পর তাদের অসৎ তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন শিল্প-কারখানায় নানা রকম গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করছে একটি গ্রুপ। যার ফলশ্রুতিতে গতকাল গাজীপুর ও ময়মনসিংহ এলাকার ১৯টি ওষুধ কারখানাসহ শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরী বন্ধ ঘোষণা করা হয়েছে। ওইসব এলাকায় শ্রমিকদের মধ্যে বড় অসন্তোষ বিরাজ করছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে আজ দেশের শেয়ারবাজারে। যে কারণে আজ শেয়ারবাজারে পতনের গভীরতা আরও বেড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ১৭ পয়েন্ট। আজ পতন আরও বড় হয়ে সূচক কমেছে ৪৭ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার নেতিবাচক অবস্থায় থাকায় ছোট বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে রয়েছেন। যার কারণে সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমে গেছে বড় আকারে।

তাঁদের মতে, দেশের শিল্পাঞ্চলে শান্তি-শৃংখলা ফেরাতে যৌথবাহিনী ইতোমধ্যে মাঠে নেমেছে। আশা করা যায়,আজ-কালের মধ্যে অস্থির পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এতে শেয়ারবাজারও ইতিবাচক ধারায় টার্ন নেবে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩০ পয়েন্টে। আগেরদিন মঙ্গলবার ডিএসইর সূচক কমেছিল ১৭ পয়েন্ট এবং সোমবার কমেছিল ২৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৭২৬ কোটি ৫১ লাখ টাকা। লেনদেন কমেছে ১৩৩ কোটি ০৩ লাখ টাকার বা ১৮ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮১টির বা ২০.৪০ শতাংশের, কমেছে ২৬৪টির বা ৬৬.৪৯ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৫২টির বা ১৩.০৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৭টির, কমেছে ১১৩টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ৪৩১ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে