ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত বাতিল ইউসিবি’র

২০২৪ সেপ্টেম্বর ০৫ ০৭:২৮:৫৪
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত বাতিল ইউসিবি’র

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাংকটির পর্ষদ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

ব্যাংকটি জানিয়েছে, গ্রোথ মিউচুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকার কথা ছিল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইউসিবির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ২ টাকা ২৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানি শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সায়।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে ইউসিবির সমন্বিত ইপিএস হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন, ২০২৪ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৯ পয়সায়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউসিবির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬১ কোটি ৯৮ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৫৫ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৯৮। এর মধ্যে ৩১.৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ০.৮১ শতাংশ সরকার, ২২.৯৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫২ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৩.৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে