ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

অস্ট্রেলিয়ায় ধনীদের কাতারে বাংলাদেশি রবিন খুদা

২০২৪ সেপ্টেম্বর ০৬ ১৬:২২:৩০
অস্ট্রেলিয়ায় ধনীদের কাতারে বাংলাদেশি রবিন খুদা

প্রবাস ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী দেশ অস্ট্রেলিয়ায় দুই দিন যাবত মাতিয়ে রেখেছেন বাংলাদেশি এক তরুণ।

রবিন খুদা নামের এই তরুণ অস্ট্রেলিয়ার প্রযুক্তি খাতের ধনকুবেরদের কাতারে এসে দাঁড়িয়েছেন।

রবিন খুদা অস্ট্রেলিয়ার বিখ্যাত ডেটা সেন্টার গোষ্ঠী ‘এয়ারট্রাঙ্ক’–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও)।

গত বুধবার এই প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকরপোরেশন।

প্রাথমিকভাবে ১৬.১০ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৬১০ ডলারে এয়ারট্রাঙ্ক কিনে নিতে সম্মত হয়েছে ব্ল্যাকস্টোন।

চলতি বছর অস্ট্রেলিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বেশি দামে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনা।

বাংলাদেশি রবিন খুদা ২০১৫ সালে তথ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন। পরের বছর ২০১৬ সাল থেকে এটি কার্যক্রম শুরু করে।

এর পরের বছরেই এটি প্রথম বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করে রবিন খুদার প্রতিষ্ঠান। এরপর থেকেই অস্ট্রেলিয়ার প্রযুক্তিপাড়ায় সুনাম কুড়াতে শুরু করেন এয়ারট্রাঙ্ক ও রবিন খুদা।

প্রাথমিক সাফল্যের পর একসময় দেউলিয়া হয়ে পড়ার ঝুঁকিতেও পড়েছিল এয়ারট্রাঙ্ক। সেখান থেকে প্রতিষ্ঠানটিকে অন্যতম সফল প্রতিষ্ঠানের কাতারে নিয়ে আসেন রবিন খুদা।

এখন কিছু আনুষ্ঠানিকতা শেষে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পেলেই এয়ারট্রাঙ্ককে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকস্টোনের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে ১৮ বছর বয়সে বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে আসেন রবিন। তিনি অস্ট্রেলিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বাণিজ্য ও হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।

মামুন/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে