ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিক দগ্ধ

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৪:৪৭:৪২
চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির তেঁতুলতলা কাশেম জুট মিলস এলাকায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে