ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৫:৪৩:৫৬
অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মিশেল বার্নিয়ে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কিছু নীতি তিনি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন তিনি।

এছাড়া অভিবাসীদের বিষয়ে কোনো ছাড় দেবেন না বলেও জানিয়েছেন। খবর আল জাজিরা

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) মিশেল বার্নিয়ে বলেন, সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির অবসান ঘটাতে চায় তার সরকার।

এক্ষেত্রে তিনি অতি রক্ষণশীলদের ম্যাক্রোর দলে ভেড়ানোর চেষ্টা করবেন।

সরকার গঠনে বামসহ অন্যান্য দল সহযোগিতা করায় নতুন প্রধানমন্ত্রী তাদের স্বাগত জানিয়েছেন। বলেছেন, কারো জন্য বাধা নেই, সবার জন্য দরজা খোলা রয়েছে। যে কেউ এতে যোগ দিতে পারেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পার্লামেন্টে আসন পাওয়া রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা শেষে প্রধানমন্ত্রী হিসেবে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার মিশেল বার্নিয়ে ফরাসি প্রধানমন্ত্রীর বাসভবন হোটেল ম্যাতিনিওতে পৌঁছে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

আত্তাল মাত্র ৩১ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি মাত্র ৮ মাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে