ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

দেশে প্রকৃত রিজার্ভ কত, জানালেন গভর্নর

২০২৪ সেপ্টেম্বর ০৭ ২১:২৩:১০
দেশে প্রকৃত রিজার্ভ কত, জানালেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের প্রকৃত রিজার্ভ কত, কেন্দ্রীয় ব্যাংক জানায়নি। যে কারণে প্রকৃত রিজার্ভ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা তৈরি হয়েছে।

সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানাতে’ প্রচারিত এক অনুষ্ঠানে ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০.৫০ বিলিয়ন ডলার। গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে উল্লেখ করে গভর্ণর বলেন, বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করেনি আমরা দায়িত্ব নেওয়ার পর; বরং প্রতিনিয়ত আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে। এখন প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার করে বাজার থেকে কেনা হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, আগামী ৫ মাসের মধ্যে মূল্যস্ফীতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে নিয়ে আসব। গভর্ণর বলেন, পরবর্তী সময়ে এক বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫ শতাংশে নিয়ে আসার লক্ষ্য রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে