ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
Sharenews24

সাড়ে চার গুণ কোম্পানির চাপে শেয়ারবাজার বেসামাল

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৫:১১:১৭
সাড়ে চার গুণ কোম্পানির চাপে শেয়ারবাজার বেসামাল

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারবাজার ইতিবাচক থাকলেও পরের চার কর্মদিবসই ধারাবাহিক পতন হয়েছে। প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ২৫ পয়েন্ট। পরের চার কর্মদিবসে সূচক কমেছে ১০১ পয়েন্ট। যার ফলে সপ্তাহশেষে ডিএইর সূচক খোয়া গেছে ৭৬ পয়েন্ট।

আগের সপ্তাহের শেষ কর্মদিবস পতন হলেও আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার উত্থান প্রবণতায় উভয় বাজারের লেনদেন শুরু হয়। লেনদেনের ১ ঘন্টা ৮ মিনিটের মাথায় ডিএসইর সূচক ৬৩ পয়েন্ট বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যায়।

কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। এরপর থেকেই ধারাবাহিক পতন দেখা যায়। বেলা ১টা ২০ মিনিটে বাজার কিছুটা ওঠার চেষ্টা করলেও সফল হতে পারেনি। ফের পতনের বৃত্তে আটকে যায়। যা লেনদেনের শেষভাগ পর্যন্ত অব্যাহত ছিল। শেষবেলায় ডিএসইর সূচক কমে যায় প্রায় ৪৯ পয়েন্টের বেশি। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, তার চেয়ে সাড়ে চারগুণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বাজার স্থিতিশীল হওয়ার সন্ধিক্ষণে কিছু বড় বিনিয়োগকারী ও কিছু প্রতিষ্ঠান আগের মতো বড় বড় সেল প্রেসারে লিপ্ত হয়। তাদের অস্বাভাবিক সেল প্রেসারে নাজুক বাজার বিপর্যস্ত হয়ে পড়ে। যে কারণে উত্থানের বাজারে পতন অনিবার্য হয়ে দেখা যায়। এদিন টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানির শেয়ারও ষড়যন্ত্রকারীদের অস্বাভাবিক সেল প্রেসারে ক্রেতাশুন্য হয়ে যায়। বাজার সংশ্লিষ্টরা এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রোববারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৯১ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৯১ লাখ টাকা বা ০.৫৭ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪টি বা ১৬.১২ শতাংশের, কমেছে ২৮৯টির বা ৭২.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪টির বা ১১.০৮ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪৩টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ২৩৮ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে