ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৭:০৮:১৫
হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, গণহত্যার প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, গণহত্যার আলামতগুলো নষ্ট হওয়ার আগে সংরক্ষণ করে বিচারের সময় উপস্থাপন করা হবে প্রথম কাজ। আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।

রোববার (০৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এর আগে, শনিবার (০৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চিফ প্রসিকিউটর ছাড়াও মো. মিজানুল ইসলামকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে, গাজী মোনাওয়ার হুসাইনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে, বি এম সুলতান মাহমুদকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে এবং আব্দুল্লাহ আল নোমান সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে