ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন চৌধুরী

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৭:১৬:৩১
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরীকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এছাড়া, আরেক নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদকেও ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এরমধ্যে জাকির হোসেন চৌধুরীকে ডেপুটি গভর্নর-১ এবং ড. মো. কবির আহাম্মদকে ডেপুটি গভর্নর-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশীদ আলম পদত্যাগ করেন। ফলে ডেপুটি গভর্নরের দুটি পদ খালি হয়।

নতুন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গত ১২ আগস্ট সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে একটি সার্চ কমিটি গঠন করে সরকার।

এসএসএম/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে