ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

ক্রেতার অভাব দুই কোম্পানিতে

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৬:৫১:০৬
ক্রেতার অভাব দুই কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক : টানা পতনে হতাশায় বিনিয়োগকারী। বেশ কয়েক দিন ধরেই শেয়ারবাজারে পতন লেগেই আছে। সেই পতনের রেশ আজও (রোববার) অব্যাহত শেয়ারবাজারে। এদিন তিন শতাধিক কোম্পানির দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দুইটি রয়েছে যাদের শেয়ারে ক্রেতা লেনদেনের কিছু সময় পরই নিখোঁজ হয়ে যায়। এতে করে কোম্পানি দুইটির শেয়ার কমার সর্বোচ্চ সীমা স্পর্শ করে।

কোম্পানি দুইটি হলোঃ রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এসকে ট্রিমস।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স

এই কোম্পানির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১০৭ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ১০৫ টাকায়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৯৭ টাকায়। অর্থাৎ শেয়ারটির দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ কমেছে। শেয়ারটি লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পরই ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। লেনদেনের বাকি সময়ও ক্রেতা শূন্য ছিল শেয়ারটি।

এসকে ট্রিমস

এসকে ট্রিমসের শেয়ার দর আজ ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ১৬ টাকা ৬০ পয়সায়। আজ ১৫ টাকায় কোম্পানিটির লেনদেন শুরু হয়। আজকের লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৫ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে। আজ কোম্পানিটির লেনদেন শুরুই হয় দর কমার সর্বোচ্চ সীমা দিয়ে। অর্থাৎ ১ টাকা ৬০ পয়সা কমে ১৫ টাকায়। এরপর আর কোম্পানিটির শেয়ারে ক্রেতা দেখা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ক্রেতা শূন্য মানে আস্থার অভাব। কোম্পানিগুলোর প্রতি যখন আস্থার অভাব থাকে তখনই ওই শেয়ার কেনা থেকে বিরত থাকে শেয়ারহোল্ডাররা। কাজেই কোম্পানিগুলোর প্রতি আস্থা বাড়ানোর জন্য কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে কোম্পানিগুলোকে। তবেই ক্রেতা সংকট কেটে যাবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে