ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

বিএবির নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৮:২৫:৩০
বিএবির নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

তিনি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদাররের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিএবির সাধারণ সভায় আব্দুল হাই সরকারকে চেয়ারম্যান করে নতুন কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে বিএবির ভাইস-চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

২০০৮ সালের জানুয়ারি থেকে চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। সরকার পরিবর্তনের পর তাঁকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ১৭ বছর পর বিএবির চেয়ারম্যান পদ হারান তিনি।

নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকারের জন্ম সিরাজগঞ্জে। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ছিলেন।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে