ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
Sharenews24

‘আমি আপনার পশ্চাৎদেশে লাথি দিতে পারি’

২০২৪ সেপ্টেম্বর ১০ ২২:৫৭:২৫
‘আমি আপনার পশ্চাৎদেশে লাথি দিতে পারি’

বিনোদন ডেস্ক: গ্ল্যামারগার্ল অভিনেত্রী সামান্থার পরনে ব্যায়ামের পোশাক। দুই হাতে ডাম্বেল। ক্যামেরার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার এই নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় এই নায়িকাকে।

ছবিতে সামান্থা রুথ প্রভু লেখেন, ‘আমি দেখতে পাতলা গড়নের নই। আমার মনে হয়, আমি আপনার পশ্চাৎদেশে লাথি দিতে পারি।’

সোশ্যাল মিডিয়ায় সামান্থার মন্তব্যসহ ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার এই বক্তব্য নিয়ে চলছে চর্চা। হঠাৎ এই ধরনের মন্তব্য করার কারণ ব্যাখ্যা করেননি আলোচিত এই অভিনেত্রী।

এর আগে ২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এরপর চিকিৎসার জন্য কাজ থেকে বিরতি নেন। সুস্থ হয়ে কাজেও ফিরেছেন। এরপর নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন।

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে খোলামেলা পজিসনে পোজ দেন সামান্থা। সেখানে সামান্থাকে দেখে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করেন— সামান্থা কি আদৌ সুস্থ?

কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, নেটিজেনদের এসব মন্তব্যের জবাবে ইনস্টাগ্রামে এই বার্তা দিয়েছেন সামান্থা।

মিজান/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে