ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

পুতিন দুপুরের খাবারে তোমাকে খেয়ে ফেলবে

২০২৪ সেপ্টেম্বর ১১ ১০:৫৬:৩৫
পুতিন দুপুরের খাবারে তোমাকে খেয়ে ফেলবে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস অপর প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেলে ফেলবে। নির্বাচনের আগে এক টিভি বিতর্কে কমলা হ্যারিস এ কথা বলেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) সম্প্রচার মাধ্যমে এবিসি নিউজের আয়োজনে এক বিতর্ক মুখোমুখি হয় ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে।

বির্তকের এক পর্যায় ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একে-অন্যকে বাক্যবাণে জর্জরিত করেন। ইউক্রেন নীতি নিয়ে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা। এ সময় কমলা বলেন, পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।

বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের কড়া সমালোচনা করলে কমলা বলেন, তুমি বাইডেনের বিরুদ্ধে লড়াই করছো না। তুমি আমার বিরুদ্ধে লড়াই করছো।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দৃঢ় সম্পর্ক রয়েছে উল্লেখ করে কমলা বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট না হওয়ায় ন্যাটো মিত্ররা কৃতজ্ঞ। অন্যথায় পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের দিকে চোখ দিতেন। পুতিন একজন স্বৈরশাসক যিনি তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে