ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

লালমনিরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন রাকিব হায়দার

২০২৪ সেপ্টেম্বর ১৪ ০৯:০৫:০৫
লালমনিরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন রাকিব হায়দার

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের জেলা প্রশাসক পদে যোগদান করেছেন বিসিএস-প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা এইচ এম রাকিব হায়দার।

এর আগে তিনি উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ার পর ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ-পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

রাকিব হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ১৯৯৬ সালে অনার্স এবং ১৯৯৭ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

বাংলাদেশের ঐতিহ্যবাহী দহগ্রাম-আঙ্গরপোতা তিন বিঘা করিডোর নিয়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের প্রান্তিক মানুষদের সার্বিক কল্যাণের মহান ব্রত নিয়ে তিনি এ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে