ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

‘জেড’ ক্যাটাগরির তিন শেয়ারে স্বস্তিতে বিনিয়োগকারীরা

২০২৪ সেপ্টেম্বর ১৪ ১৫:২৭:৫৭
‘জেড’ ক্যাটাগরির তিন শেয়ারে স্বস্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির তিন শেয়ারে স্বস্তিতে রয়েছে বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানি তিনটির শেয়ারে বিনিয়োগকারীরা বড় আকারে মুনাফায় রয়েছে। কোম্পানিগুলো হলো-ন্যাশনাল টি কোম্পানি, নর্দার্ন জুট ও জুট স্পিনার্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে কোম্পানি তিনটির মধ্যে ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫২.০১ শতাংশ, নর্দার্ন জুটের ২৮.১১ শতাংশ এবং জুট স্পিনার্স ২৪.৬৪ শতাংশ। কোম্পানি তিনটির শেয়ার সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও সর্বোচ্চ দামে বিক্রেতা সংকটে ছিল।

কোম্পানি তিনটির মধ্যে সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-এপ্রিল’২৪) ন্যাশনাল টি কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০৪ টাকা ১০ পয়সা এবং জুট স্পিনার্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৯৮ পয়সা।

অন্যদিকে, নর্দার্ন জুটের কারখানা বন্ধ রয়েছে এবং বর্তমানে কোম্পানিটির অফিসেরও হদিস নেই। কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন আর্থিক প্রতিবেদনও জানাচ্ছে না।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে