ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ১৪ ২২:৪১:০৯
বিএনপির রোববারের সমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বিএনপির সমাবেশ করার কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমাবেশ স্থগিত করেছে দলটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকায় সমাবেশ আয়োজনের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

তবে দিবসটি উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বিভাগীয় শহরে দলের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে