ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

শেয়ারবাজার: বড় পতন ঠেকাল ৫ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৬:৩১:৪৫
শেয়ারবাজার: বড় পতন ঠেকাল ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আগের তিন দিনের উত্থান ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও শেয়ারবাজারের লেনদেন উত্থান প্রবণতায় শুরু হয়। কিন্তু বড় মূলধনী কয়েকটি কোম্পানির সেল প্রেসারে উত্থানের বাজার পতনের ধারায় টার্ন নেয়। কোম্পানিগুলো দিনভর বাজারকে চাপে রাখে। যার কারণে শুরুর উত্থান শেষবেলায় পতনের বৃত্তে আটকে যায়।

এদিন লেনদেনের মধ্যভাগে উভয় বাজার বড় পতনের কবলে পড়ে যায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক দিনের মধ্যভাগে ৩৮ পয়েন্টের বেশি পড়ে যায়। এই সময়ে কয়েকটি মার্কেট মুভার হিসাবে পরিচিত কোম্পানির শেয়ার দাম উত্থানের ধারায় টার্ন নেয়। এতে সূচকের পতনও কমতে থাকে। যা শেষ বেলায় সূচকের পতন ১৪ পয়েন্টে স্থির হয়।

এদিন বড় মূলধনী ৫টি কোম্পানি শেয়ারবাজারকো সাপোর্ট দিতে দেখা গেছে। কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন ও সী পার্ল রিসোর্ট।

কোম্পানিগুলোর শেয়ার আজ উত্থান প্রবণতায় থাকায় ডিএসইর সূচকের পতন কম হয়েছে ১৩ পয়েন্টের বেশি। অর্থাৎ আজ যদি এই ৫টি কোম্পানির শেয়ারদর না বাড়তো, তাহলে ডিএসইর সূচকের আরও পতন হতো ১৩ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে