ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

বোতলজাত পানির দাম বৃদ্ধি করায় ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

২০২৪ সেপ্টেম্বর ১৫ ২১:৫০:৩৬
বোতলজাত পানির দাম বৃদ্ধি করায় ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: উৎপাদন খরচ বাড়ার অজুহাত দেখিয়ে পানির দাম বাড়ানোর অভিযোগে দেশের ৭টি বড় প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

পারস্পরিক যোগসাজশের মাধ্যমে বোতলজাত পানির দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে বিপুল মুনাফা করেছে এসব কোম্পানি। আধালিটার পানির বোতলের দাম বাড়িয়ে একেকটি কোম্পানি ৪২০ শতাংশ পর্যন্ত লাভ করছে, যা তদন্তে উঠে এসেছে।

এই অভিযোগে কোকাকোলা বাংলাদেশ, ট্রান্সকম বেভারেজ, মেঘনা বেভারেজ, পারটেক্স বেভারেজ, রূপসী ফুডস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও প্রাণ বেভারেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করার বিষয়ে প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান বলেন, তারা সবাই মিলে বোতলজাত পানির দাম বাড়িয়েছে, যার মাধ্যমে নিজেদের বিশাল মুনাফা করছে। সাধারণ মানুষ তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

প্রতিযোগিত কমিশনের তদন্তে জানা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ করে বোতলজাত পানির দাম ১৫ টাকা থেকে ২০ টাকা করা হয়। প্রতিষ্ঠানের দাবি ছিল, আমদানি খরচ বাড়ায় এমনটি করা হয়েছে।

কিন্তু তদন্তে দেখা যায়, খরচের তুলনায় দাম বাড়ানোর অজুহাত অনেকটা মিথ্যা। অনেক প্রতিষ্ঠানের মুনাফা ৭০ থেকে ৪২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

তদন্তে আরো উঠে এসেছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের স্পা ব্র্যান্ড ৪২০ শতাংশ মুনাফা করেছে। কোকাকোলার কিনলে ব্র্যান্ডও পানির দামে ২১১ শতাংশ লাভ করেছে।

যদিও পারটেক্স বেভারেজ সরাসরি লাভ বাড়ায়নি, কিন্তু ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রেতাদের জন্য কমিশন বাড়িয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে