ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

২০২৪ সেপ্টেম্বর ১৫ ২৩:৩৫:১৪
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেয়েন্দা শাখা (ডিবি)।

আজ রোববার (১৫ সেপ্টম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহবুব আলী এখন ডিবি হেফাজতে রয়েছেন। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে।

গত নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাহবুব আলীকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৩ লাখ ৮ হাজার ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হন মাহবুব আলী।

তিনি সিলেটের সংসদীয় আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়া সংসদ সদস্য।

বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী মাহবুব আলী ১৯৬১ সালের ১৭ জুলাই তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জে জন্মগ্রহণ করেন।

মাহবুব আলীর বাবা সাবেক এমপি প্রয়াত মাওলানা আসাদ আলী ও মা হুছনে আরা বেগম। তার বাবা মাওলানা আসাদ আলী ছিলেন হবিগঞ্জ-৪ আসনের প্রথম এমপি।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে