ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৩:০৭:০০
প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি যেসকল কর্মকর্তা ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত পদোন্নতি ও সুযোগ-সুবিধা বঞ্চিত হয়েছেন তাদের তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ড. মোখলেস উর রহমান বলেন, ২০০৯ থেকে ২০২৪ এর আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছে এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত আড়াই হাজার আবেদন জমা হয়েছে। তিন মাসের মধ্যে কমিটি তাদের তালিকা জমা দেবে।

সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করা হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, পরবর্তীতে যারা এখনও কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে। তবে এই নিয়ম শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তাদের জন্য বিবেচিত হবে। যারা চাকরি করছেন তাদের জন্য নয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে