ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে উত্থানের চেয়ে পতনের মাত্রা বেশি

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৫:৩৩:২০
শেয়ারবাজারে উত্থানের চেয়ে পতনের মাত্রা বেশি

নিজস্ব প্রতিবেদক: আগের কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) সূচক কমেছিল ১৪ পয়েন্টের বেশি। আর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৯টি দাম বেড়েছিল, কমেছিল ১৮২টির।

আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক কমেছে ৩০ পয়েন্টের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৮২টির। অর্থাৎ আজ বাজারে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। দাম কমার পাল্লা ভারি হওয়ার সার্বিক বাজার ছিল নেতিবাচক প্রবণতায়।

তবে আজ লেনদেন শুরু হয়েছিল চাঙ্গা প্রবণতার মধ্যে। কিন্তু শেষ হয়েছে পতনের ঝাঁজ দিয়ে। এদিন লেনদেনের আধার ঘন্টার মধ্যে ডিএসইর সূচক ২৯ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানেরই দাম ছিল ভালো ইতিবাচক প্রবণতায়।

এরপর সেল প্রেসার বাড়তে থাকলে সূচকের ঊর্ধ্বগতি থেমে যায়। সূচক নিচে নামতে থাকে। বেলা ১১টায় ডিএসইর সূচক আগেরদিনের চেয়ে মাত্র ২ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তারপর আবারও সূচক ওপরে উঠতে থাকে।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটে সূচক ২১ পয়েন্টের বেশি ওপরে উঠে লেনদেন হয়। তারপর আবার সেল প্রেসার বাড়তে থাকলে সূচকও নামতে থাকে। এই সময়ে লেনদেনের মাত্রায়ও ধীরগতি দেখা যায়।

এরপর দিনের শেষভাগেও সূচক কয়েকবার ওপরে উঠার চেষ্টা করে। তবে সফল হয়নি। ওপরে উঠতে গেলেই সেল প্রেসার উত্থান থামিয়ে দেয়। শেষবেলায় সূচকের পতন ৩৫ পয়েন্ট অতিক্রম করে যায়। তবে অ্যাডজাস্টমেন্টের পর সূচকের পতন ৩০ পয়েন্টে স্থির হয়।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে