ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

টার্নওভারে ব্যতিক্রম দুই কোম্পানির শেয়ার

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৬:১৭:৫৭
টার্নওভারে ব্যতিক্রম দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের নেতিবাচক প্রবণতার ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও শেয়ারবাজারে পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন টার্নওভারের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮ কোম্পানির শেয়ারই পতন প্রবণতায় ছিল। তবে ব্যতিক্রম ছিল দুই কোম্পানির শেয়ার। পতনের মধ্যেও এই দুই কোম্পানির শেয়ার ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। কোম্পানি দুটি হলো-সী পার্ল রিসোর্ট ও বীচ হ্যাচারি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সী পার্ল রিসোর্ট

আগের কর্মদিবস রোববার সী পার্ল রিসোর্টের শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়ে বিক্রেতাশুন্য ছিল। আজ মঙ্গলবারও কোম্পানিটির শেয়ার ভালো ক্রেজ নিয়ে লেনদেন শুরু করে। দিনের প্রথম ভাগে বাজার যখন ইতিবাচক প্রবণতায় ছিল, তখন কোম্পানিটির শেয়ার প্রায় সর্বোচ্চ দামে ৫৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। আগেরদিন ক্লোজিং প্রাইজ ছিল ৫১ টাকা ৩০ পয়সা। এতে শেয়ারটির দাম প্রায় ১০ শতাংশ বেড়ে লেনদেন হয়।

কিন্তু দিনের শেষভাগে বাজার যখন নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়, তখন কোম্পানিটির শেয়ারও পিছু হটতে থাকে। লেনদেনের শেষ পর্যায়ে সেল প্রেসারে কোম্পানিটির শেয়ার ৫৪ টাকার ঘরে চলে আসে। দিনশেষে এর ক্লোজিং দাম দাঁড়ায় ৫৪ টাকা ৩০ পয়সায়। আগেরদিনের চেয়ে আজ শেয়ারটির দাম বেড়েছে ৩ টাকা বা ৫.৮৫ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ার ডিএসইর ভলিউম লিডারে শীর্ষ তালিকায় অবস্থান করলেও আজ তৃতীয় স্থানে নেমে এসেছে।

২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২৩ থেকে মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৬৩ পয়সা।

বীচ হ্যাচারি

আগের কর্মদিবসে বীচ হ্যাচারির ক্লোজিং দাম ছিল ৯১ টাকা ৬০ পয়সা। আজ ক্লোজিং দাম হয়েছে ৯২ টাকা ৩০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৭০ পয়সা বা ০.৭৬ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৯৩ টাকা ৫০ পয়সায় ওঠেছিল। আর সর্বনিম্ন লেনদেন হয়েছে ৯০ টাকা ৩০ পয়সায়।

শেয়ারটি আজ ডিএসইর ভলিউড লিডারে ৯ম স্থানে উঠে এসেছে। গত তিন সপ্তাহের মধ্যে শেয়ারটির দাম আজ সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট শেয়ারটি লেনদেন হয়েছিল সর্বোচ্চ ৭৩ টাকায়।

২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২৩ থেকে মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা।

উল্লেখ্য, বীচ হ্যাচারির প্রকল্প জায়গা সরকার অধিগ্রহণ করেছে। বর্তমানে প্রকল্পটির উৎপাদন বন্ধ পর্যায়ে রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে