ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১২:০০:৪৩
ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল করা ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে ড. ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল।

নাগরিক সংবর্ধনা বাতিলের কথা গনমাধ্যমের কাছে স্বীকার করলেও কী কারণে সংবর্ধনা বাতিল করা হয়েছে, সে বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং বাংলাদেশ দূতাবাস কিছু জানায়নি।

সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হওয়া প্রসংগে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে নিউ ইয়র্কের বিভিন্ন দল ও সংগঠনগুলোর মাঝে আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে এই কোন্দল শুরু হয়।

বিষয়েটি নিয়ে নিউইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ, পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়।

এর আগে বাংলাদেশ দূতাবাস ড. মুহাম্মদ ইউনূসের আগামী ২৬ সেপ্টেম্বরের নাগরিক সংবর্ধনা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল।

নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা গনমাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনার অনুষ্ঠান বাতিল হলেও ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।

এম.আইস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে