ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

বিডিবিএল থেকে মহিলা লীগ নেত্রীকে অপসারণ

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৫:৩৭:৫৯
বিডিবিএল থেকে মহিলা লীগ নেত্রীকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে মহিলা লীগের নেত্রী রোজিনা নাছরিনকে অপসারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এই সংক্রান্ত্র এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রোজিনা নাছরিনকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো।

রাজনৈতিক বিবেচনায় রোজিনা নাছরিনকে বিডিবিএল’র পরিচালক করা হয়। তিনি ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৭ সালে কুয়েত-মৈত্রী হলের সভাপতি, ১৯৯৯ সালে সমাজ-কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

এরপর রোজিনা নাছরিন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটি এবং ২০১৭ সাল মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদের দায়িত্ব পান। গত বছর তাকে মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এএসএম/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে