ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
Sharenews24

টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৯:৪৪:৪৫
টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : নারী টি২০ বিশ্বকাপ আগামী ৩ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকাপের বাংলাদেশ নারী টি২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৬ সেপ্টেম্বর আরব আমিরাত রওনা হবে বাংলাদেশ নারী দল।

আগামী ৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কটল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আর ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

এই বিশ্বকাপ বাংলাদেশ ছিল আয়োজক। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ নিয়ে যায় আরব আমিরাতে।

"বি" বাংলাদেশ খেলবে। প্রথম ৩ ম্যাচ শারজাহতে এবং শেষ ম্যাচ দুবাইয়ে খেলবে বাংলাদেশ নারী দল। ২০ অক্টোবর দুবাইয়ে ফাইনাল দিয়ে শেষ হবে নারী টি২০ বিশ্বকাপ।

নারী টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্না আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী ও দিশা বিশ্বাস।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে