ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

শুক্রবার যে সম‌য়ে চল‌বে মে‌ট্রো‌রেল

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৬:৪১:৫৭
শুক্রবার যে সম‌য়ে চল‌বে মে‌ট্রো‌রেল

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)

প্রথমবা‌রের ম‌তো শুক্রবা‌রেও যাত্রী সেবা দি‌তে যাচ্ছে মে‌ট্রো‌রেল। আগামী শুক্রবার (২০ সে‌প্টেম্বর) থেকে এই সেবা শুরু হ‌বে। ত‌বে শুক্রবার নি‌র্দিষ্ট সম‌য়ে চল‌বে মে‌ট্রো‌রেল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর শুক্রবার মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে