ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

কবে কাজ শুরু ও রিপোর্ট দেবে ৬ সংস্কার কমিশন, জানালেন আইন উপদেষ্টা

২০২৪ সেপ্টেম্বর ১৯ ২০:৪৫:৪১
কবে কাজ শুরু ও রিপোর্ট দেবে ৬ সংস্কার কমিশন, জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশন অক্টোবরে কাজ শুরু করবে এবং ডিসেম্বরে এই কমিশনগুলো রিপোর্ট দেবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সেগুলো প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় পর্যালোচনার পর অনলাইনে উন্মুক্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে