ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

ডিএসই’র স্বতন্ত্র পরিচালক নিয়োগে দফা দফায় পরিবর্তন

২০২৪ সেপ্টেম্বর ২০ ০৭:২৪:৫৬
ডিএসই’র স্বতন্ত্র পরিচালক নিয়োগে দফা দফায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে গিয়ে দফায় দফায় পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টক এক্সচেঞ্জটির পর্ষদ ও প্রশাসন প্রবিধিমালা অনুযায়ী, বর্তমান পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সুযোগ রয়েছে। তবুও ডিমিউচুয়ালাইজেশন আইনের ২৪ ধারা প্রয়োগ করে বিএসইসি নিজের পছন্দে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে।

তবে ইতোপূর্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা বিব্রত হয়ে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। পরপর দুই দফা নিয়োগে এমন ঘটনা ঘটেছে।

দ্বিতীয় দফায় গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। তবে পরদিনই বৃহস্পতিবার তাদের বাদ দিয়ে নতুন দু’জনকে নিয়োগ দেওয়া হয়। এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দু’জন দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলেও জানায় বিএসইসি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যে দু’জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বিএসইসি তারা হলেন– আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির সাবেক এমডি মোমিনুল ইসলাম এবং বহুজাতিক ওয়েলস ফার্গো ব্যাংকের সাবেক কান্ট্রি ম্যানেজার শাহনাজ সুলতানা।

এর আগে বুধবার স্বতন্ত্র পরিচালক পদে নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসী চৌধুরীর অংশীদার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের প্রধান পরামর্শক সৈয়দা জাকেরিন বখ্‌ত নাসিরকে নিয়োগ দিয়েছিল। নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসী চৌধুরী নিরীক্ষক এবং জেড এন কনসালট্যান্ট ডিএসইর পরামর্শক প্রতিষ্ঠান হওয়ায় আইন অনুযায়ী স্বার্থের সংঘাতের কারণে তারা দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করে।

তারও আগে গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় ডিএসইতে সাত স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল বিএসইসি। তবে ডিএসইর সাবেক এমডি মাজেদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. হেলালউদ্দিন ডিএসইর পৃথক দুই ব্রোকারেজ হাউসের পরিচালক পদে দায়িত্ব পালনের তিন বছর অতিক্রম না করায় স্বতন্ত্র পরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

ডিএসইর আইনে বলা আছে, স্বতন্ত্র পরিচালক নিয়োগ হবে স্টক এক্সচেঞ্জের সুপারিশ ও তালিকা থেকে। বিএসইসি এই নিয়ম মানছে না বলে ডিএসইর সংশ্লিষ্ট স্টক হোল্ডাররা অভিযোগ করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই কমিশনই আগের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করে। এখন পূর্ণ পর্ষদ নেই– এমন অজুহাত দিচ্ছে।

অথচ ডিএসইর বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস ২০১৩ এর ৩(১)(এফ) ধারায় স্পষ্ট বলা আছে, কোনো ক্যাটেগরির পরিচালকদের পদ শূন্য থাকায় পর্ষদের কোনো কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। স্বতন্ত্র পরিচালক না থাকার পরও পর্ষদে ছয় পরিচালক ছিলেন। তাদের সুপারিশ বা আলোচনা ছাড়া স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে শুরুতেই প্রধান স্টেকহোল্ডারের সঙ্গে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে