ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Sharenews24

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ছয়জনের

২০২৪ সেপ্টেম্বর ২৯ ০৯:০৬:১৫
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ছয়জনের

আন্তর্জাতিক ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

উত্তর ওয়াজিরিস্তানের পুলিশ সূত্র জানায়, মারি পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কর্মীদের বহনকারী চার্টার্ড এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি শেওয়া ক্যাম্পের দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিধ্বস্ত হয়।

মারি পেট্রোলিয়াম কম্পানি (এমপিসি) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তবে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল সেক্টর গত এক দশকে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২২ সালে, খাইবার পাখতুনখোয়ায় একটি প্রশিক্ষণ অনুশীলনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট নিহত হয়।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে