ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

সাফের ফাইনালে বাংলাদেশ

২০২৪ সেপ্টেম্বর ২৯ ০৯:৩৪:১০
সাফের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই।

প্রথম পাঁচ শটের সবকটিতে উভয় দলই বল জালে জড়ায়। এরপর চলতে থাকে সাডেন ডেথে। সেখানে পাকিস্তানের নেওয়া অষ্টম শটে রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক। এরপর অষ্টম শটে গোল করে পাকিস্তানকে ৮-৭ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের কিশোররা। সোমবার সন্ধ্যায় ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে।

এদিন অবশ্য পাকিস্তানের বিপক্ষে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় এবং ফাইনালে নাম লেখায়।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে