ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ভারত

২০২৪ সেপ্টেম্বর ২৯ ২০:২৬:২২
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ভারত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যর সেই দলে ১৪ মাস পর ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে আছেন পারভেজ হোসেন ইমনও।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত দলে যথারীতি অধিনায়ক রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

অন্যদিকে, অবসরের ঘোষণা দেওয়ায় টি২০ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন সৌম্য সরকারও।

তবে অবাক করা বিষয় মাহমুদউল্লাহ রিয়াদের টিকে যাওয়া। ধারণা করা হচ্ছিল, ২০২৬ টি২০ বিশ্বকাপকে লক্ষ্য করে ভারত সিরিজ থেকেই নতুন করে শুরু করবে বাংলাদেশ। তবে ৩৮ বছরের মাহমুদউল্লাহকে রাখা হয়েছে পরবর্তী সিরিজের দলে।

২০২২ সালের আগস্টে অভিষেকের পর জাতীয় দলের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পারভেজ হোসেন। দুই বছরেরও বেশি পর টি২০ দলে ফিরলেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে