ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Sharenews24

নাসরুল্লাহ’র মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ইরানের

২০২৪ সেপ্টেম্বর ৩০ ০৯:৩১:৫১
নাসরুল্লাহ’র মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতকে মারার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের জাতিসংঘ দূত আমির সাইয়েদ ইরাভানি এ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের উদ্দেশে চিঠি লিখে এ আহ্বান জানান।

ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক স্থাপনা ও প্রতিনিধিদের বিরুদ্ধে হামলা সহ্য না করার ঘোষণা দিয়েছে ইরান। ইরাভানি বলেছেন, ‘ইরান আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিশোধ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না’।

এদিকে ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নাসরুল্লাহর মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভকারীরা নাসরুল্লাহর ছবি বহন করে ‘প্রতিশোধ’, ‘ইসরাইল নিপাত যাক’, এবং ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।

অন্যদিকে নাসরুল্লাহর মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন বলে জানা গেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসরুল্লাহর মৃত্যুকে ‘একটি ঐতিহাসিক মোড়’ হিসেবে বর্ণনা করেছেন।

অন্যদিকে হিজবুল্লাহ প্রধানের শাহাদাতের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। লেবানন থেকে ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে একটি প্রজেক্টাইল ছোঁড়া হয়, যা দখলকৃত অঞ্চলে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে