ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

এবার ফুটবলকে বিদায় জানালেন গ্রিজম্যান

২০২৪ অক্টোবর ০১ ১০:৪৭:৫১
এবার ফুটবলকে বিদায় জানালেন গ্রিজম্যান

ক্রীড়া প্রতিবেদক : ফুটবলকে বিদায় বলার বছর বলা যেতে পারে চলতি বছরকে। মাঠের ফুটবল থেকে একের পর এক তারকা ফুটবলারা বিদায় নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

অবসরের ঘোষণায় গ্রিজম্যান বলেন, ‘গভীর আবেগের সঙ্গে আজ আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। চ্যালেঞ্জ, সাফল্য ও অবিস্মরণীয় মুহূর্তে ভরা ১০টি অবিশ্বাস্য বছর কাটানোর পর আমার জন্য এই অধ্যায়ের ইতি টানা এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার এখনই সময়। এই জার্সি গায়ে জড়ানো আমার জন্য ছিল সম্মান ও গৌরবের।’

২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখেন গ্রিজম্যান। জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোট ১৩৭ ম্যাচ। তাতে গোল যেমন করিয়েছেন, তেমন করেছেন। ৪৪ গোল করার পাশাপাশি ৩৮ গোলে রেখেছেন অবদান। ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ। নেশন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ২০২১ সালে।

আন্তর্জাতিক অনেক ম্যাচ আছে যেখানে দর্শকরা গ্রিজম্যানকে মনে রাখতে পারে। ২০১৬ ইউরোতে ৭ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন। ২০১৮ সালের আসরে দলকে জেতান শিরোপা। সেই আসরে সমান চারটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে