ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের দুই ব্যাংকে নতুন এমডি

২০২৪ অক্টোবর ০১ ১৪:১১:৩৩
শেয়ারবাজারের দুই ব্যাংকে নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক দুটি হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ।

এর আগে তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ইউসিবি এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকার মামদুদুর রশীদের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক এনএ বাংলাদেশে যোগদানের মাধ্যমে। সিটিব্যাংক এনএতে ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি সিটিব্যাংক এনএ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসায় প্ল্যানিং বিভাগের প্রধান ছিলেন।

ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মারুফ।

এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকার শেখ মোহাম্মদ ১৯৯৫ সালে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০১২ সাল থেকে সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে