ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

লেনদেনের ২৭ শতাংশ ৭ কোম্পানির

২০২৪ অক্টোবর ০১ ১৭:৪৮:০৩
লেনদেনের ২৭ শতাংশ ৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবর (০১ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। সূচকের পতনের সাথে টাকার পরিমাণে লেনদেনও কম হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে ৩৭৩ কোটি টাকার লেনদেন হয়। লেনদনের ২৭ শতাংশই হয়েছে ৭ কোম্পানির।

আজ ডিএসইতে ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে ৩৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭ কোম্পানির হয়েছে ১০২ কোটি টাকা বা মোট লেনদেনের ২৭ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের আর তৃতীয় সর্বোচ্চ ১৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে ইবনে সিনার।

এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে স্যোসাল ইসলামী ব্যাংকের ১৪ কোটি ১৪ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ১০ লাখ টাকা, সোনালী আশের ১২ কোটি ৪৪ লাখ টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে