ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

‘ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে’

২০২৪ অক্টোবর ০১ ১৮:২০:৪৪
‘ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে নেত্রকোনা শহরে ছোট বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওই দোসররা দেশ অস্থিতিশীল করাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে এটিএম আব্দুল বারী বলেন, তাদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীতে দলকে ক্ষমতায় নিতে ঐক্যের বিকল্প নেই।

জেলা ওলামা দলের সভাপতি হাফেজ ক্বারী মিজবাহ উদ্দীন তালুকদার মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মো. মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, মো. বজলুর রহমান পাঠান ও এড. নুরুজ্জামান নুরু প্রমুখ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে