ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ বহাল

২০২৪ অক্টোবর ০১ ১৮:৫৮:৫৬
বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত।

একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (০১ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো গ্রুপের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

এর আগে, সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

পরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লিখিত আকারে সে আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। একইসঙ্গে, সালমান এফ রহমান বিদেশে যে অর্থ পাচার করেছেন, তা ফেরত আনারও নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগ এবং বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেওয়া হয়।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে