ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

একদিনের মাথায় খাদ্য সচিবের নিয়োগ বাতিল

২০২৪ অক্টোবর ০১ ২০:৫১:১০
একদিনের মাথায় খাদ্য সচিবের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক : নিয়োগের একদিন পরই খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইলাহী দাদ খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে, নিয়োগ বাতিলের কারণ জানানো হয়নি।

এর আগে, সোমবার খাদ্য ক্যাডারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদফতরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে