ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

২০২৪ অক্টোবর ০১ ২৩:১২:১৫
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপনাস্ত্র হামলার পর পুরো ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠেছে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকেদের ‘সতর্ক থাকার এবং সেনাবাহিনীর নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করার’ আহ্বান জানিয়েছে।

অপরদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরাইলি বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

মিজান

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে