ঢাকা, ২৯ আগস্ট ২০১৬ : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এ্যাম্বি ফার্মা লিমিটেড অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এ্যাম্বি ফার্মার কাছে সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ । জবাবে দর বাড়ার পেছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিশ্লেষণে দেখা গেছে, গত ২ আগস্ট থেকে সামান্য কারেকশনের মধ্যে দিয়ে টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে আম্বি ফার্মার শেয়ার। ২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২২.১ টাকা ও ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৮১.৩ টাকা। অর্থাৎ ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫৯.২ টাকা।