ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪
Sharenews24

যাদের জন্য নির্মিত হয় ভাবনার সিনেমা

২০২৪ অক্টোবর ০২ ১৪:২০:০০
যাদের জন্য নির্মিত হয় ভাবনার সিনেমা

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব নির্মিত ‘ভয়াল’ প্রাপ্তবয়স্কদের জন্য আর ‘রাজকুমারী’ সবার জন্য প্রদর্শনের অনুমতি পেলেও আশনা হাবিব ভাবনা অভিনিত ‘যাপিত জীবন’ কাদের জন্য নির্মিত হয়েছে তা জানান নির্মাতা নিজেই।

সম্প্রতি ‘যাপিত জীবন’। সিনেমাটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। ‘সার্টিফিকেশন বোর্ড’ গঠনের পর মঙ্গলবার দুটি সিনেমা প্রদর্শিত হয়। এতে ‘ভয়াল’ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং ‘রাজকুমারী’ সবার জন্য প্রদর্শনের অনুমতি দেয়া হবে বলে সেন্সর সূত্রে জানা গেছে। তবে ভাবনা অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমাটি ছোট-বড় সবাই দেখতে পারবেন বলে জানিয়েছেন নির্মার্তা হাবিবুল।

সরকারি অনুদানে নির্মিত ‘যাপিত জীবন’ সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় ভাবনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ইমতিয়াজ বর্ষণ, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি মাসুক, ডলি জহুর প্রমুখ।

এস/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে