ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
Sharenews24

২০ কোম্পানির নেতিবাচক আচরণে বড় পতন

২০২৪ অক্টোবর ০২ ১৫:৫৭:০২
২০ কোম্পানির নেতিবাচক আচরণে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় পতন দেখেছে শেয়ারবাজার। বুধবার (০২ অক্টোবর) শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় সাড়ে ৩ শত কোম্পানির দর কমেছে। আর এতেই শেয়ারবাজারে এতো বড় পতন। শেয়ারবাজারের এই পতনে সবচেয়ে বিধ্বংসী আচরণ দেখিয়েছে ২০ কোম্পানি।

কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এমজেএলবিডি, রবি আজিয়াটা, ওরিয়ন ফার্মা, সিটি ব্যাংক, লিনডেবিডি, বেষ্ট হোল্ডিংস, আইএফআইসি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং একমি পেস্টিসাইডস।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট পতন হয়েছে। এই পতনে ২০ কোম্পানির মাধ্যমে পতন হয়েছে ৮০ পয়েন্ট বা মোট সূচকের ৬১ শতাংশ।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৪ টাকা ৯০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬২ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৪.১৬ শতাংশ কমেছে। শেয়ার দরে এই পতনে কোম্পানিটির মাধ্যমে শেয়ারবাজারে সূচক কমেছে ১৮.০৫ পয়েন্ট। বাজরের বড় পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক।

বেক্সিমকো ফার্মা

আগের দিন বেক্সিমকো ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা ৭.৩৮ শতাংশ কমেছে। শেয়ার দর এই পরিমাণ কমার কারণে কোম্পানিটির মাধ্যমে সূচক কমেছে ৬.৭৪ পয়েন্ট। যা বাজারকে বড় পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা বেক্সিমকো ফার্মার।

বৃটিশ আমেরিকান ট্যোবাকো

আজ লেনদেন শেষে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ারের ক্লোজিং দর হয় ৩৮১ টাকা ১০ পয়সায়। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৩৯২ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১০ টাকা ৯০ পয়সা বা ২.৭৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটির মাধ্যমে সূচক কমেছে ৬.৬৩ পয়েন্ট। বাজারের বড় পতনে বৃটিশ আমেরিকান ট্যোবাকো তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

যেসব কোম্পানির কারণে শেয়ারবাজারে বড় পতন হয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪.৫৭ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪.৪৩ পয়েন্ট, বিকন ফার্মার ৪.২৮ পয়েন্ট, গ্রামীণফোনের ৪.১৬ পয়েন্ট, ব্র্যাক ব্যাংকের ৩.৫৭ পয়েন্ট, খান ব্রাদার্সের ৩.৩১ পয়েন্ট, লাফার্জহোলসিমের ৩.২৯ পয়েন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩.১৯ পয়েন্ট, এমজেএলবিডির ২.৮৯ পয়েন্ট, রবি আজিয়াটার ২.৬২ পয়েন্ট, ওরিয়ন ফার্মার ২.৪৫ পয়েন্ট, সিটি ব্যাংকের ১.৯৫ পয়েন্ট, লিনডে বিডির ১.৭৩ পয়েন্ট, বেষ্ট হোল্ডিংসের ১.৬৮ পয়েন্ট, আইএফআইসির ১.৬০ পয়েন্ট, মেঘনা পেট্রোলিয়ামের ১.৫৮ পয়েন্ট এবং একমি পেস্টিসাইডসের সূচক ১.৫৩ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থার বহি প্রকাশেই এতো বড় পতন। শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার জায়গা সবার আগে তৈরি করতে হবে। তবেই শেয়ারবাজার তার নিজস্ব গতিতে ফিরতে পারবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে