ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানে সর্বোচ্চ ভূমিকায় ৮ কোম্পানি

২০২৪ অক্টোবর ০৩ ১৬:৪১:৩৬
উত্থানে সর্বোচ্চ ভূমিকায় ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : অব্যাতহ পতনের পর বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে অবশেষে দেশের শেয়ারবাজার উত্থানে ফিরেছে। শেয়ারবাজারকে উত্থানে ফেরাত কাজ করেছে তালিকাভুক্ত ৮ কোম্পানি। এই কোম্পানিগুলোর বদৌলতে উত্থানে ফিরেছে শেয়ারবাজার।

কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, রেনেটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

বেক্সিমকো ফার্মা

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৭ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৩.৩৭ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক বেড়েছে ২.৮৫ পয়েন্ট। একক কোন কোম্পানির এটিই সর্বোচ্চ সূচক বৃদ্ধি।

ন্যাশনাল ব্যাংক

আগের দিন ন্যাশনাল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৩.৩৩ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক বেড়েছে ২.২৬ পয়েন্ট। একক কোন কোম্পানির এটি দ্বিতীয় সর্বোচ্চ সূচক বৃদ্ধি।

রেনেটা

রেনেটার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৬৯৬ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৭০৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৮০ পয়সা বা ১.২৬ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক বেড়েছে ২.০৪ পয়েন্ট। একক কোন কোম্পানির এটি তৃতীয় সর্বোচ্চ সূচক বৃদ্ধি।

বাজারকে উত্থানে ফিরাতে আজ অন্য যেসব সূচক বৃদ্ধির মাধ্যমে ভূমিকার রেখেছে সেগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৮৬ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশনের ১.৬৫ পয়েন্ট, ব্র্যাক ব্যাংকের ১.৫৮ পয়েন্ট, পাওয়ার গ্রিডের ১.৪২ পয়েন্ট এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সূচক ১.১৭ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে উত্থানে ফিরাতে সবার আগে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে। যখন কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি হবে তখন এমনিতেই বাজার তার নিজস্ব গতিতে চলতে থাকবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে