ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

জাতিসংঘে ইউনূসের সফল সফরে চিন্তিত ভারত : আনন্দবাজার

২০২৪ অক্টোবর ০৪ ১৭:৩৫:০০
জাতিসংঘে ইউনূসের সফল সফরে চিন্তিত ভারত : আনন্দবাজার

আনন্তর্জাতিক ডেস্ক : ভারত বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে ‘সফল’ সফর নিয়ে চিন্তিত বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের জেরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে কোনো বৈঠক করেননি। কিন্তু ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রধানরা বৈঠক করেছেন। যা ভারতকে চিন্তিত করে তুলেছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন ড. ইউনূস। পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রধান এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তাঁর।

ইউনূসের সঙ্গে যারাই বৈঠক করেছে সবাই শেখ হাসিনা পরবর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কারে বাংলাদেশের পাশে থাকবেন আশ্বস্ত করেছেন। যার মধ্যে থাকবে কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা।

আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমা নেতাদের কাছ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করে নিয়ে ইউনূস সরকার ভারতের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছেন কিনা সেই প্রশ্নও উঠে আসছে ভারতের কূটনৈতিক মহলে।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইর সঙ্গে ড. ইউনূসের আলোচনাও উদ্বিগ্ন করে তুলেছে ভারতকে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে