ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিএসসি’র তেলবাহী জাহাজে আগুন, তদন্তে ৮ সদস্যের কমিটি

২০২৪ অক্টোবর ০৬ ০৬:০৯:৪৯
বিএসসি’র তেলবাহী জাহাজে আগুন, তদন্তে ৮ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমটি ‘বাংলার সৌরভ’ নামের তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৮ সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি।

শনিবার (০৫ অক্টোবর) বিএসসির সচিব আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে ওই কমিটি গঠন করা হয়।

কমিটিকে সৃষ্ট দুর্ঘটনার কারণ, দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতির বিবরণী, অনুরূপ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় তদন্ত করে সুস্পষ্ট সুপারিশসহ ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফকে সভাপতি এবং মহাব্যবস্থাপক (ডিপিও অ্যান্ড সিএসও) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিপিসি’র উপযুক্ত প্রতিনিধি, ইস্টার্ন রিফাইনারীর উপযুক্ত প্রতিনিধি, বিএসসি’র ঢাকা আঞ্চলিক কার্যালয়ের মেরিন সুপার ডেক-এর পরামর্শক, মহাব্যবস্থাপক (মেরিন ওয়ার্কশপ) মো. আহসান উল করিম, মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার এবং মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মো. জিয়াউর রহমান।

এর আগে শুক্রবার দিনগত রাতে বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকরে অবস্থানরত বিএসসির ট্যাংকার জাহাজ এমটি বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজের এক নাবিক মারা যান।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আরেক ট্যাংকার জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে