ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যে কোম্পানির শেয়ার কিনতে নারাজ বিনিয়োগকারীরা

২০২৪ অক্টোবর ০৯ ১৭:২২:১৯
যে কোম্পানির শেয়ার কিনতে নারাজ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। বুধবার (০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া মাত্র ৩৭ কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মাত্র একটি কোম্পানির শেয়ার ক্রয়ে অনীহা দেখিয়েছে বিনিয়োগকারীরা। যার কারণে ক্রেতা সংকটে ছিল কোম্পানিটি।

কোম্পানিটি হলো: নিউ লাইন ক্লোথিংস।

জানা যায়, আগের দিন নিউ লাইন ক্লোথিংসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ২৪ টাকা ৫০ পয়সায়। আর লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২১ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ কমেছে।

আজ লেনদেন শুরু হওয়ার কিছু সময় পর থেকেই শেয়ারটি বিক্রি করার জন্য বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে শেয়ারটির প্রতি এক ধরণের অনাস্থার কারণে কোনো বিনিয়োগকারী শেয়ারটি কিনতে আগ্রহ দেখায়নি। যার কারণে ক্রেতা সংকট তেরি হয় কোম্পানিটর শেয়ারে। যা শেষ পর্যন্ত অব্যাহত থেকে লেনদেন শেষ হয়।

বাজার বিশ্লেষকরা বলেন, মাঝে মাঝে বিভিন্ন কারণে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ তৈরি হয়। তবে এটা বেশিদিন থাকার নয়। একটা সময় কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনয়োগকারীদের আগ্রহ আবার তৈরি হয়। তখন শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীদের অভাব হয় না।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে