ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

প্রাইভেটকার খালে, প্রাণ হারালেন ৮ জন

২০২৪ অক্টোবর ১০ ০৯:১২:৪৩
প্রাইভেটকার খালে, প্রাণ হারালেন ৮ জন

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ করতে না পেরে খালে পড়ে চার শিশুসহ আটজন প্রাণ হারিয়েছেন। প্রাণ হারানোদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

বুধবার মধ্যরাত সোয়া ২টায় জেলা সদরের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে প্রাণ হারানোদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রাণ হারানোরা হলেন— পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন প্রাণ হারান। প্রাণ হারানোদের মধ্যে চার জন একই পরিবারের। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে