ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

মিল্টনের আঘাতে ধ্বংস ১২৫ ঘরবাড়ি

২০২৪ অক্টোবর ১০ ১০:০৩:৫৯
মিল্টনের আঘাতে ধ্বংস ১২৫ ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিয়েস্তা কি এলাকায় হারিকেন মিলটন আঘাত হেনেছে। ক্যাটাগরি ৩ শক্তির এই ঝড়ের কেন্দ্রীয় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার)। মিল্টনের আঘাতে ১২৫টি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, যার বেশিরভাগই ছিল মোবাইল হোম। সেগুলো প্রধানত প্রবীণ নাগরিকদের বসবাসের এলাকায় ছিল।

জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, এটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা পঞ্চম হারিকেন, যা গত ৩ বছরের মিলিত ঝড়ের চেয়েও বেশি। খবর দ্যা গার্ডিয়ানের।

তথ্যানুসারে, বুধবার রাতে ফ্লোরিডার ১৫ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল। হার্ডি কাউন্টি এবং এর আশপাশের সারাসোটা ও ম্যানাটে কাউন্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্নতার হার সবচেয়ে বেশি।

মঙ্গলবার রাতে, ফ্লোরিডার সারাসোটা থেকে ২০ মাইল উত্তর-পূর্বে ঝড়টির অবস্থান ছিল এবং এটি কিছুটা দুর্বল হয়ে ১১০ মাইল বেগে (১৭৫ কিলোমিটার) বাতাস নিয়ে ক্যাটাগরি ২ ঝড়ে পরিণত হয়। পূর্ব-উত্তরপূর্ব দিকে ১৬ মাইল (প্রায় ২৬ কিলোমিটার) গতিতে অগ্রসর হওয়া হারিকেনটি টাম্পা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার সম্ভাবনা বাড়িয়েছে।

জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের আলবার্ট হুইটেড বিমানবন্দরে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৬.৬১ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সারাসোটা-ব্র্যাডেন্টন আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৯ মাইল (১১১ কিলোমিটার) বেগে বাতাস ও ১০২ মাইল (১৬৫ কিলোমিটার) বেগে ঝড়ো হাওয়ার খবর পাওয়া গেছে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে