ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে সোমবার থেকে আন্দোলন

২০২৪ অক্টোবর ১০ ১৭:৪১:৩৯
রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে সোমবার থেকে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আগামী রবিবারের (১৩ অক্টোবর) মধ্যে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এ হুঁশিয়ারি দিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। রবিবার সেই সময় শেষ হবে। এর মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমিও ঢাকার রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।’

মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে আগে মুক্তি পেতে হবে। বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী সংগঠন হলো ছাত্রলীগ।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার খুব স্লো। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে এখনও কোনও অর্থবহ অ্যাকশন নিতে পারেনি।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে