ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিপিএলে নতুন দল পেলেন সাকিব

২০২৪ অক্টোবর ১০ ২০:৪০:০০
বিপিএলে নতুন দল পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিব আল হাসানকে দলে ভেড়াল চিটাগাং কিংস।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ফেসবুক পেইজে সাকিবের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’

ড্রাফটের আগে সাকিব ছাড়া আরও অনেককে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। এই তালিকায় দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিদেশিদের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী, পাকিস্তানি ওপেনার উসমান খান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

এদিকে, সাকিবকে সাইনিং করালেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তার দেশে আসার বিষয়টি এখনও দোলাচলে।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে